Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনসহ সরকারি ও বেসরকারি সকল আবেদন ও সনদপ্রাপ্তি সেবা এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারেই সম্পন্ন করতে পারবেন। যোগাযোগঃ এ বি তাওহীদ, উদ্যোক্তা- দেউলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টার।  মোবাইল: 01713689123


ইউনিয়ন পরিষদের কার্যাবলী

০১। আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
০২। অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
০৩। কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
০৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
০৫। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
০৬। জনগণের সম্পত্তি যথা-রাস্তা,ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।
০৭। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
০৮। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
০৯। জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
১০। সব ধরনের শুমারী পরিচালনা।

১১। বিভিন্ন সমস্যার সমাধান

১২। গ্রাম আদালত

১৩। শালিস, উন্নয়ন

১৪। প্রকল্প বাস্তবায়ন

১৫। সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করা।

১৬। বিভিন্ন সেবা প্রদান

১৭। নাগরিক সনদ প্রদান।

১৮। ওয়ারিশ সনদ প্রদান।

১৯। মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান।

২০। নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা।

২১। শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

২২। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও রক্ষা করা।

২৩। রাস্তা-ঘাট নির্মাণ

২৪। পুল-কালভার্ট নির্মাণ